OrdinaryITPostAd

পাঁচ ওয়াক্ত নামাজের তাসবিহ

আমরা সবাই জানি যে আল্লাহ তা'আলা প্রত্যেকটি মুসলমানদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অনেকেই নামাজের পরে তাসবিহ পাঠ করে। কিন্তু আমরা অনেকেই জানিনা, যে পাঁচ ওয়াক্ত নামাজের তাসবিহ গুলো কি কি। তাই আজকের এই পোস্টে আমরা জানবো পাঁচ ওয়াক্ত নামাজের তাসবিহ গুলো কি কি?

Image

আমাদের প্রিয় রাসূল (সাঃ) অনেক ছোট ছোট আমল শিখিয়ে দিয়েছেন যেগুলোর সওয়াব অনেক বেশি। পাঁচ ওয়াক্ত নামাজের পর তাসবিহ পাঠ করা তার মধ্যে অন্যতম।

পেজ সূচিপএঃ পাঁচ ওয়াক্ত নামাজের তাসবিহ

ফজর নামাজের তাসবিহ

বাংলায় উচ্চারণঃ “হুয়াল হাইয়্যুল কাইয়্যুম”

অর্থঃ তিনি চিরজীবিত এবং চিরস্থায়ী।

Image

জোহর নামাজের তাসবিহ

বাংলায় উচ্চারণঃ “হুয়্যাল আলিইয়্যাল আজীম”

অর্থঃ তিনি শ্রেষ্ঠতর অতি মহান।

Image

আসর নামাজের তাসবিহ

বাংলায় উচ্চারণঃ “হুয়ার রাহমা-নুর রাহীম”

অর্থঃ তিনি কৃপাময় ও করুণা নিধান।

Image

মাগরিব নামাজের তাসবিহ

বাংলায় উচ্চারণঃ  “হুয়াল গাফুরুর রাহীম”

অর্থঃ তিনি মার্জনাকারী ও করুনাময়।

Image

এশার নামাজের তাসবিহ

বাংলায় উচ্চারণঃ “হুয়াল লাতিফুল খাবীর”

অর্থঃ তিনি পাক ও অতিশয় সতর্কশীল।

Image

এছাড়াও আপনারা ঐচ্ছিক ভাবে কিছু তাসবীহ পাঠ করতে পারেন যেমনঃ

সুবহানাল্লাহ-৩৩ বার

আলহামদুলিল্লাহ-৩৩ বার

আল্লাহু আকবার-৩৪ বার

এভাবে আপনারা প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার পর উপরে উল্লেখিত বার তাসবিহ গুলো পাঠ করতে পারেন।

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা এতক্ষণ ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ😍।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪